শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেমিনার  

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেমিনার  

‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনান্দময় কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দু’ এই স্ল্লোগানকে সামনে রেখে  ঝিনাইদহে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে জেলা সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। 

ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টসের (উই) আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ স্কাউট ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন,এম শাহাজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধূরী। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম, নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহামান টুকু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান ও হরিণাকুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাছুরা খাতুন। 

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচিত ২০টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এই জেলা সেমিনার অনুষ্ঠিত হয়।

টিএইচ